২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

দুর্দান্ত হাসান-তাসকিন; ৩৭৬ রানে অলআউট ভারত

- Advertisement -

চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস খেলেছেন রবীচন্দ্রন অশ্বিন। বাংলাদশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। পরপর দুই ইনিংসে ৫ উইকেট শিকার করলেন টাইগার এ পেসার। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। গতকালের দুই অপরাজিত ব্যাটার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা সংগ্রহটাকে আরও বড় করার স্বপ্ন দেখাচ্ছিলেন স্বাগতিক সমর্থকদের। তবে চেন্নাইয়ে দ্বিতীয়দিনের সকালে ভারতীয় ব্যাটারদের খুব একটা ভয়ংকর হতে দেননি বাংলাদেশের বোলাররা।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে নতুন বলটা তাসকিনের হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ককে হতাশ করেননি তাসকিন। দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজাকে ফিরিয়েছেন ডানহাতি এ পেসার। টানা ভালো লেংথে বল করে যাওয়ার সুফল পেয়েছেন তাসকিন। তার করা অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন জাদেজা। প্যাভিলিয়নে ফেরার আগে ১২৪ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

এরপর উইকেটে আসার পর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন আকাশ দ্বীপ। হাসান মাহমুদ-তাসকিন আহমেদদের বেশ কয়েকটি বাউন্ডারি মেরেছেন তিনি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন তাসকিন। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৩০ বলে ১৭ রান করেছেন আকাশ। অবশ্য আকাশের উইকেটটি আরেকটু আগেই পেতে পারতেন তাসকিন। তার বলে আকাশের ক্যাচ মিস করেছেন সাকিব আল হাসান।

প্রথম দিন ১০২ রানে অপরাজিত থাকা অশ্বিন দ্বিতীয় দিনে ব্যক্তিগত সংগ্রহটাকে বাড়ানোর দিকেই মনোযোগ দিয়েছিলেন। তবে অতিরিক্ত চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন অশ্বিন। প্যাভিলিয়নে ফেরার আগে ১৩৩ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

এরপর জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নিয়েছেন হাসান। এছাড়াও তিনটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img