৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অপরিবর্তিত দল

- Advertisement -

পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র হলেও বাংলাদেশের প্রপ্তির জায়গা কম ছিল না। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া, পাঁচদিন দাপটের সাথে পারফর্ম করা;  সবমিলিয়ে সাদা পোশাকে বাংলাদেশের অন্ধকার সময়ে পাল্লেকেলে টেস্ট টাইগারদের দিয়েছে দুহাতভরে। তাই হয়তো দ্বিতীয় টেস্টের একাদশে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। বুধবার ঘোষিত স্কোয়াড রয়েছে অপরিবর্তত।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থেকেই উপেক্ষিত নাঈম হাসান এবং শুভাগত হোম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শুভাগতকে সুযোগ দেয়া হয়েছিল প্রথমিক দলে, অথচ দুই টেস্টের স্কোয়াড থেকেও রাখা হলো উপেক্ষিত। একাদশে পরিবর্তন আসতে পারে একটি, ইবাদত হোসেনের পরিবর্তে দলে আসতে পারেন শরিফুল ইসলাম।

টেস্ট অভিষেকের অপেক্ষায় শরিফুল ইসলাম। ছবিঃ এসএলসি

প্রথম টেস্টের অনেকটা সময় কেড়ে নিয়েছে বৃষ্টি আর আলো স্বল্পতা। পাল্লেকেলের আকাশের পূর্বাভাস বলছে দ্বিতীয় টেস্ট জুড়েও আছে বৃষ্টির সম্ভাবনা। তবে সব সম্ভাবনা, নিরাশা পাশ কাটিয়ে প্রত্যাশা দারুণ একটি টেস্ট ম্যাচের, যেখানে জয় হবে ক্রিকেটের।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img