দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশের জন্য। হ্যাগলি ওভালের সবুজ উইকেটে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগার বোলাররা। প্রথম দিন শেষে খানিকটা হতাশ হলেও পেস বোলিং কোচ ওটিস গিবসন শুনিয়েছেন আশার বাণী, দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াবে তাঁরা। সেইসাথে কিউই ব্যাটারদের কৃতিত্ব দিতেও ভুল করেননি এই কোচ।
“দুঃখজনকভাবে গত ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছিলাম সেটা আজকের ম্যাচে মিসিং ছিল। আন্তর্জাতিক ম্যাচে উত্থান-পতন থাকে, সব দিন ভালো যায় না। আশা করি কাল সকালে আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে পারব”- বলছিলেন গিবসন
আগের টেস্টে পেস বোলাররা যেভাবে বল হাতে আগুন ঝরিয়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি এই টেস্টের প্রথম দিন। গিবসনের মতে আগের টেস্ট থেকে শিক্ষা নিতে হবে এবং সবধরণের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতও রাখতে হবে, “আন্তর্জাতিক ম্যাচে সবসময় সব পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকা জরুরী। এই উইকেটে আমরা সুবিধা পাচ্ছিলাম না। তবে আমরা আমাদের আশানুযায়ী বোলিংও করতে পারিনি। আমি মনে করি, আমাদের অ্যাটিটিউড ভালো ছিল কিন্তু মোমেন্টাম পাইনি। আশা করি, বাংলাদেশ আগের টেস্ট এবং আজকের খেলা থেকে শিক্ষা নিবে।”
নিজের দলের প্রফরম্যান্সে হতাশ হলেও নিউজিল্যান্ডের ব্যাটারদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, “গত সপ্তাহেই আমরা ভালো খেলছি।মানসিকভাবে অবশ্যই আমরা এগিয়ে ছিলাম। আজকে ওরা অনেক ভালো খেলেছে। ল্যাথাম এবং কনওয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে। এই টেস্টে নিউজিল্যান্ড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে কেনো তাঁরা বিশ্বের সেরা দল।“