২৬ মার্চ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাটা আইপিএল। এবারের আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ফিজের দল ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে মাঠে নামবে ২৭ মার্চ, প্রতিপক্ষ স্বাগতিক মুম্বাই। ৫ দিন বিরতি নিয়ে ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ নবাগত গুজরাট টাইটান্স, ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে ফিজের দিল্লী।
এছাড়াও ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স, ১৬ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০ এপ্রিল পাঞ্জাব কিংস, ২২ এপ্রিল রাজস্থান রয়েলসের বিপক্ষে খেলবে দিল্লী। ২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা; ১ মে লক্ষ্ণৌ, ৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদ, ৮ মে চেন্নাই, ১১ মে রাজস্থান, ১৬ মে পাঞ্জাব, ২১ মে মুম্বাইয়ের সাথে খেলবে দিল্লি।
উল্লেখ্য, আইপিএলের ১৫তম আসরে ‘দ্য কাটার মাস্টার’ নিজের পুরোনো ঠিকানা রাজস্থান রয়েলস ছেড়ে ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে পারি জমিয়েছেন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবার তিনি আইপিএল মাতাবেন।