সেন্ট লুসিয়ায় প্রথম দফায় বৃষ্টির পর অল-আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ; প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা এগিয়ে ১৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে শুরুতেই হতাশ হতে হলো বাংলাদেশকে। কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তামিম ইকবাল ফিরেছেন ৪ রান করে; দ্রুত ফিরেছেন জয়; এনামুল হক বিজয় করলেন চার। তামিমের পর রোচের আরও দুই শিকার। পঞ্চাশ তুলতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।
তামিম ইকবালকে ফিরিয়েই অবশ্য আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে রোচের উইকেট সংখ্যা ৪৪। ম্যাচে দুই দফায় বৃষ্টি হয়েছে, খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।
সেন্ট লুসিয়ার উইকেট যেভাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ; টাইগাররা তার বিপরীত। লিটন দাস আউট হয়েছেন ১৯ রান করে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৭। টাইগাররা এখনও পিছিয়েছে ১১৭ রানে। উইকেটে আছে ১৬ রান করে আছেন শান্ত; ০ রান নিয়ে সাকিব আল হাসান। এখনও খেলা বাকি ঘন্টা দুয়েক; উঁকি দিচ্ছে ইনিংস হারের শঙ্কা। সেই হার এড়াতে কঠিন চ্যালেঞ্জই বাংলাদেশের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। সেন্ট লুসিয়া তার জন্য হয়ে রইলো স্পেশাল। ১০৬ খরচায় ৫ উইকেট নিয়েছেন এই পেসার। তার ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’। এছাড়া মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট। বাকি ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। দ্বিতীয় দিন শতক হাঁকিয়ে অপরাজিত থাকা কাইল মায়ার্স আউট হয়েছেন ১৪৬ রানে।