২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নতুন উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো

- Advertisement -

আরো একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারের ৭৫০তম গোল করার অনন্য অর্জন সিআরসেভেনের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কিয়েভের বিপক্ষে জুভেন্টাস দাপুটে জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। ম্যাচে দ্বিতীয় গোল করে ক্যারিয়ারের ৭৫০তম গোলের মাইলফলকে পৌছে যান রোনালদো।

৭০০ গোল পূর্ণ হয়েছিলো গেলো বছর। বছর না ঘুরতেই যোগ করলেন আরো ৫০টা। শুরুটা করেছিলেন ২০০২ এ স্পোর্টিং সিপি দিয়ে, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও জাতীয় দল মিলে মোট ৭৫০ গোল পূর্ণ হলো এই পর্তুগীজের।

এ মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ১০৩০ ম্যাচ। স্পোর্টিং সিপির হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ৭৫ ও জাতীয় দলের হয়ে ১০২ গোল করেন তিনি।

অনন্য রেকর্ডের দিনে রোনালদো জানান- ৭৫০ গোল তার কাছে, ৭৫০ বার উদযাপনের মোমেন্ট। ৭৫০, তার ভক্তদের মুখের হাসি। ধন্যবাদ জানান, সকল খেলোয়াড় এবং কোচদের যারা এই মাইলফলক ছুঁতে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতিপক্ষদের প্রতিও। যারা তাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহ যুগিয়েছেন”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img