মোহাম্মদ নাইম একপ্রান্ত দিয়ে ওপেনিংয়ে থাকলেও তার সঙ্গী সময়ের সাথে সাথে বদলেছে, বদলাচ্ছে। কখনো সৌম্য সরকার, কখনো সৌম্যকে পেছনে ঠেলে দিয়ে লিটন দাস। সৌম্য- নাইম -লিটনের মধ্যেই এতদিন বৃত্তটা ঘুরপাক খেলেও এবার বোধহয় সময় এসেছে নতুন কিছুর।
বিশ্বকাপ ভরাডুবির পর বাদ দিয়ে দেয়া হলো সৌম্য-লিটনকে। ওপেনিংয়ে নাইমের সঙ্গী হিসেবে পারভেজ হোসেন ইমনকে ভাবা হলেও সবাইকে অবাক করে দিয়ে দলে নেয়া হলো সাইফ হাসানকে। টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর সাইফকেও দল থেকে বাদ দিয়ে দেয়া হলো, ডাকা হলো সেই ইমনকেই।
তৃতীয় ম্যাচের একাদশে ইমন ফিরছেন এটা যখন চূড়ান্ত, ঠিক তখনই ম্যানেজমেন্টের চমক। নাইমের সঙ্গী হিসেবে একাদশে নেই কোনো ওপেনার; ইমনকে যে একাদশেই রাখা হয়নি। সাইফের বদলী হিসেবে দলে নেয়া হয়েছে শামিম হোসেনকে। কিন্তু, ওপেনিংয়ে ব্যাট হাতে শামীম নয়, নাইমের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
কিন্তু, সাইফের মতো শান্তও পাননি ইনিংসের শুরুতে নেমে রানের দেখা। মাত্র ৫ রান করে অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির ইয়র্কারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ দলের এই নতুন ওপেনার।