২২ জানুয়ারি ২০২৫, বুধবার

নাছোড়বান্দা রমিজ

- Advertisement -

কিছুতেই যেন হাল ছাড়ার পাত্র নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা! মাস দুয়েক আগে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রস্তাব রেখেছিলেন ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাথে নিজ দেশকে নিয়মিতভাবে চারজাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলাতে চান তিনি। তাঁর প্রস্তাবে অস্ট্রেলিয়া সাড়া দিলেও ইংল্যান্ড জানায়নি কিছুই। আর প্রতিবেশী ভারত তো বলতে গেলে রমিজের প্রস্তাব প্রত্যাখ্যানই করেছিল। তবে তিনিও নাছোড়বান্দা, যে কোনোভাবেই নিজের পরিকল্পনা সফল করতে চান। তারই প্রেক্ষিতে, চলতি মাসের ৭-১০ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভাতেও বিসিসিআই কর্মকর্তাদের সাথে বসতে যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান।

“আসন্ন বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ রমিজ আইসিসি বৈঠকের ফাঁকে বিসিসিআই কর্মকর্তাদের সাথে দেখা করার পরিকল্পনা করছেন এবং চারজাতি টুর্নামেন্টের প্রস্তাব রাখবেন। পাশাপাশি এশিয়া কাপ এবং অন্যান্য বিষয়সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করবেন”-পিসিবির একটি সূত্র জানিয়েছে     

বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ মেলে না

‘উপেক্ষিত প্রেমিকের’ মতো ভারত যতোই পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে ফিরিয়ে দিক না কেনো, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সাথে আলোচনায় বসতে তিনি বদ্ধপরিকর। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রমিজ বলেছিলেন, “আমি গাঙ্গুলীর সাথে চার দেশের টুর্নামেন্ট নিয়ে কথা বলব। ক্রিকেটের ভবিষ্যৎ ত্রিদেশীয় ও চার দেশের প্রতিযোগিতার দিকেই ঝুঁকে যাচ্ছে। টি-টোয়েন্টি লিগগুলো দ্বিপাক্ষিক সিরিজ থেকে সবার চোখ কেড়ে নিচ্ছে, কারণ এর মধ্যে নতুনত্ব কম।”   

রমিজ রাজা অনুভব করেন, ভারত-পাকিস্তান দ্বৈরথ থেকে ভক্তদের দূরে রাখা অনুচিত। সেই সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি আরো বলেছিলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের (টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২) টিকিট একদিনে বিক্রি হয়ে গেছে। এখানে আমাদের কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। যেহেতু একজন সাবেক ক্রিকেটার (সৌরভ গাঙ্গুলী) বিসিসিআইকে নেতৃত্ব দিচ্ছে, সেহেতু আমাদের একে অপরের সাথে যোগাযোগ করা উচিত। কারণ আমরা কোনো রাজনীতির মধ্যে নেই।”       

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img