চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফেভারিট ছিলো পর্তুগালই। অথচ ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। শেষমেশ অবশ্য কোনো অঘটন ঘটেনি। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে শিরোপার বড় দাবিদার পর্তুগাল।
ম্যাচের ৬২ মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ১ গোলে পিছিয়ে পড়ার মিনিট সাতেকের মধ্যে আবার সমতায় ফেরে রোনালদোর দল। সেটাও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। একসময় মনে হচ্ছিলে, পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হবে পর্তুগালকে। তবে ম্যাচের যোগ করা সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে স্বস্তির জয় পায় পর্তুগাল।
পুরো ম্যাচে মাত্র ২৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখতে পেরেছিল চেক রিপাবলিক। তবুও তারা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু নিজেদের ভুলেই যেন প্রতিপক্ষ জয় উপহার দিলো চেক প্রজাতন্ত্র।
একই ম্যাচে ডে’র বাকি দুই ম্যাচে নবাগত জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। অস্ট্রিয়া ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।