৫ জানুয়ারি ২০২৫, রবিবার

নাটকীয় জয়ে ফাইনালে নাইজেরিয়া

- Advertisement -

আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নাইজেরিয়া। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৪-২ গোলে জয় পায় সুপার ঈগলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করেছে দুই দল। তবে দুই দলের ফরোয়ার্ডদের বাজে ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি কোনো দল। ভিক্টর ওসিমেনের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শুরু থেকেই খেলেছেন নাপোলি তারকা। বেশ কয়েকবার আক্রমণে উঠেছিলেন তিনি। তবে ফিনিশিং করতে পারেননি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সাউথ আফ্রিকা। তবে খেলার ধারার বিপরীতে ৬৯ মিনিটে ম্যাচে লিড নেয় নাইজেরিয়া। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি ট্রুস্ট ইকং। তাতেই জয়ের স্বপ্ন দেখছিল নাইজেরিয়ার সমর্থকরা। কিন্তু নাটকের তখনও বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে সাউথ আফ্রিকা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে পারেনি। ১১৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে পারেনি।

এরপর ট্রাইবেকারে সাউথ আফ্রিকাকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নাইজেরিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img