২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নাটকীয়তায় ভরা ম্যাচে সহজেই জিতল ভারত

- Advertisement -

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভিরাট কোহলির দল। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন চতুর্থ টেস্টে একাদশে ফেরা উমেশ যাদব।

ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ২৯১ রান; হাতে ছিল সবকটি উইকেটই। পঞ্চম দিনেও শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ। দুইজনই তুলে নিয়েছে অর্ধশতক। শার্দুল ঠাকুরের বলে রিশভ পান্থের হাতে ক্যাচ দিয়ে যখন প্রথম ব্যাটসম্যান হিসেবে বার্নস প্যাভিলিয়নে ফিরছেন, ততোক্ষণে প্রথম উইকেটের জুঁটিতে এসেছে ১০০ রান। বার্নসের কিছুক্ষণ পরই ড্রেসিং রুমে ফিরে গেছেন আরেক ওপেনার হাসিবও। বার্নসের ব্যাট থেকে এসেছে  ৫০; হাসিব করেছেন দলের সর্বোচ্চ ৬৩ রান।

হাসিব আউট যাওয়ার পর স্কোরবোর্ডে ৭ রান তুলতেই স্বাগতিকরা হারিয়েছে চার চারটি উইকেট। মূলত ওখানেই ম্যাচ থেকে ছিটকে গেছে রুটের দল। পুরো সিরিজ জুড়ে ফর্মে থাকা রুট ৩৬ রান করলেও, বাকি কেউই গড়তে পারেনি প্রতিরোধ। ভারতের হয়ে  ৩টি উইকেট পেয়েছেন যাদব। ২টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।

এর আগে, চতুর্থ দিনে রিশভ পান্থ এবং শারদুল ঠাকুরের অর্ধশতকে ভারত স্কোরবোর্ডে তুলে ৪৬৬ রান; উমেশ জাদব এবং জাসপ্রিত বুমরাহ ২৫ এবং ২৪ রানের ইনিংস খেলে শেষে রেখেছেন অবদান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৬৮; চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে এর আগে জেতেনি ইংলিশরা। বেন স্টোকসের হার না মানা দুর্দান্ত ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৬২ রান তাড়া করে জিতেছিলো ইংল্যান্ড; অজিদের বিপক্ষে হেডিংলিতে, ২০১৯ অ্যাশেজে। ওভালের রেকর্ডটাও অজিদের বিপক্ষেই; ১৯০২ সালে চতুর্থ ইনিংসে ২৬৩ রান করে জিতেছিলো ইংল্যান্ড। সেই তুলনায় ভারতের দেয়া ৩৬৮ রানের লক্ষ্যটা পাহাড়সমই বটে।

তবুও দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে স্বপ্ন বুনতে শুরু করেছিলো স্বাগতিকরা। কিন্তু, শুরুর ধাক্কা সামলে নিতে পারেনি ইংল্যান্ড, প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ভারতীয় বোলারদের দৃঢ়তায় জয় এসেছে ১৫৭  রানে। এই জয়ের মধ্য দিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো সফরকারীরা।  দলের কোচদের করোনা পজিটিভ হওয়ায় এমনিতেই শোক নেমে এসেছে ভারতীয় শিবিরে, এমন সময়ে এই জয় স্বস্তি দেবে কোহলিদের। ম্যানচেস্টারে সিরিজের পঞ্চম টেস্টে ১০ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img