টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক রাকিবুল হাসানের। সিদ্ধান্তটা যে ভুল নেননি টাইগার দলপতি, তার প্রমাণ দিয়েছেন ব্যাটসম্যানরাই। বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে জ্বলে উঠেছে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট, তুলে নিয়েছেন শতক। সেইসাথে ওপেনার ইফতিখার হোসেন এবং মেহরাব হাসানের অর্ধশতকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০৫ রান।
করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি খুব বেশি সিরিজ, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ। তাই, ভারতের দুই যুবদলের সাথে অনুষ্ঠিত এই সিরিজটিকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টাইগাররা। আর, সেখানেই বাজিমাত নাবিলের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, শ্রীলঙ্কা সফর কোথাও হাসেনি তার ব্যাট; পাননি বড় রানের দেখা। সব আক্ষেপ একসাথেই ঘোচালেন নাবিল, তুলে নিলেন শতক।
কিন্তু, ইনিংসটাকে বড় করতে পারেননি বিশ্বকাপজয়ী যুবদলের সাথে থাকা নাবিল। ফিরেছেন ১০১ রান করেই। তাতে অবশ্য খুব বেশী সমস্যায় পড়তে হয়নি টাইগারদের। গত দুই সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকা মেহরাব খেলেছেন ৭০* রানের অপরাজিত ঝলমলে ইনিংস। আর তাতেই নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩০৫ রান।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ৩০৫/৬ (নাবিল-১০১, মেহরাব- ৭০*, ইফতিখার-৫৭; কৌশল তাম্বে-২/৪৩)