২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

নারীর প্রতি অপমানজনক মন্তব্য, ক্ষমা চেয়ে ছাড়তে হলো অলিম্পিকের পদ

- Advertisement -

সূচি অনুযায়ী টোকিও অলিম্পিকের বাকি আর কয়েক মাস। তবে এরই মধ্যে বিভিন্ন বিতর্কে খবরের শিরোনাম হয়েছেন আয়োজকরা। জাপানিদের বাহ্যিক মানসিকতা নিয়ে সুনাম দুনিয়াব্যাপী। চাঁদেরও নাকি কলঙ্ক থাকে, তবে টোকিও অলিম্পিকের সৃষ্টিশীল কাজের প্রধান থাকা রোশি সাসাকির বিরুদ্ধে অভিযোগ সামান্য না। নারীদের বিপক্ষে অপমানজন মন্তব্যের জেরে সাসাকিকে সরে দাঁড়াতে হয়েছে দায়িত্ব থেকে।

জাপানের পরিচিত নারী অভিনেত্রী ওয়াতানাবেকে নিয়ে পরিকল্পনা গ্রুপ চ্যাটে বাজে মন্তব্যের অভিযোগ সাসাকির বিরুদ্ধে। সাসাকি অবশ্য নিজের বিরুদ্ধে আসা অভিযোগ স্বীকার করে নিয়েছেন, এবং দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে্ন। টোকিও অলিম্পিকে জাপানী অভিনেত্রির ভবিষ্যৎ অনুমান করতে গিয়েই বিপদে পড়েছেন সাসাকি।

‘আমার মন্তব্য উপযুক্ত ছিল না। আমার মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

টোকিও অলিম্পিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে দায়িত্ব ছাড়তে হয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি। মোরির আগে ঘুষ বিতর্কে দায়িত্ব ছাড়েন অলিম্পিক কমিটির প্রধানের দায়িত্বে সুনেকাজু তাকেদা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img