১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

- Advertisement -

রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হবে ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ। তবে আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের হাতেই। সোমবার পরিবর্তিত এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি।

দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নেবে বিশ্বকাপের এই আসরে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এক দিন পর ৫ অক্টোবর ইংল্যান্ডের মাঠে নামবে টাইগ্রেসরা। ৫দিন বিরতি দিয়ে ১০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।  তার এক দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতিরা।

দুটি ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ। ১৭ অক্টোবর দুবাই ও ১৮ অক্টোবর শারজায় হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২০ অক্টোবর রাত ৮টায় দুবাইয়ে হবে ফাইনাল। তার আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল।

২০২৪ নারী টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নতুন সূচি
তারিখ               প্রতিপক্ষ           ভেন্যু            বাংলাদেশ সময়
৩ অক্টোবর         স্কটল্যান্ড         শারজা           বিকেল ৪টা
৫ অক্টোবর         ইংল্যান্ড          শারজা            বিকেল ৪টা
১০ অক্টোবর       ও. ইন্ডিজ        শারজা            রাত ৮টা
১২ অক্টোবর       সাউথ আফ্রিকা      দুবাই              রাত ৮টা

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img