রাজশাহীতে ইস্ট ব্যাংক পূর্বাঞ্চলকে আট উইকেটে হারিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। জাকির হাসানের ১৫৮ রানের ইনিংসের পরও ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাট হাতে ৫৯ রান, বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট।
১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পূর্বাঞ্চল, সেঞ্চুরির আশা দেখাচ্ছিলেন ৭৩ রানে অপরাজিত থাকা আফিফ হোসেন ধ্রুব। কিন্তু, পারেননি আফিফ, ৮৬ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। ২২ রান যোগ করতেই ড্রেসিংরুমের পথ ধরেছেন ইরফান শুক্কুরও, করেছেন সর্বমোট ৪০ রান। দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যস্ত পূর্বাঞ্চলের ইনিংস থামে ২৫৭ রানেই, লিড ৮৮ রান।
দক্ষিণাঞ্চলের প্রয়োজন মাত্র ৮৯, জয় তখন সময়ের ব্যাপার মাত্র। হয়েছেও তাই, তৌহিদ হৃদয়ের অপরাজিত অর্ধশতকে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছেছে নাসুম- মাহেদি হাসানের দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে মাহেদি নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ৩২ রান।