১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

নাহিদ রানার বোলিং তোপে চাপে পাকিস্তান

- Advertisement -

চতুর্থ দিনের সকালে নতুন ব্যাটসম্যান অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে মাঠে নামেন আগের দিন ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারায় পাকিস্তান। দুটি উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ। চতুর্থ দিনের শুরুতে প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ। নবম ওভারের চতুর্থ বলে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম। রান করেছেন ৩৫ বলে ২০।

তাসকিনের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন নাহিদ। ডানহাতি এই বোলার শিকার হয়ে একে একে ফিরেছেন শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিল। যদিও উইকেটের খাতায় যুক্ত হতে পারতো আরও একটি নাম।

১৯তম ওভারে বাবর আউটের পর প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে হাতে জমাতে পারেননি স্লিপে থাকা সাদমান ইসলাম । আগের বলে বাবরের ক্যাচটিও নিয়েছিলেন তিনিই। শূণ্য রানে জীবন পাওয়া রিজওয়ান অপরাজিত আছেন ৩৮ রানে। সালমান আলী আগাহ করেছেন ৭।

রিজওয়ান–সালমানের জুটিতে একশো পেরিয়েছে ৮১ রানে ছয় উইকেট হারানো পকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ১২৯ রানের লিড নিয়েছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img