৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো ভারত

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে একপ্রকার মধুর প্রতিশোধই নিলো ভারত। গত জুনে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারায় নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডকে ২-০ তে হারিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও ওঠে কিউইরা। তবে ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০তে সিরিজ জয়ের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার দল এখন ভারত।

কানপুরে প্রথম টেস্ট ড্র হলেও, মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই মায়াঙ্ক আগারওয়ালের দুঃসাহসী ব্যাটিং এবং জয়ন্ত যাদবের ৪ উইকেটের কল্যাণে ৩৭২ রানের বিশাল জয় পায় ভারত। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০তে জিতে নিয়েছে ভিরাট কোহলি বাহিনী। ফলে, ভারতের অবস্থান এখন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে‌ ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে টেবিলের এক নাম্বার অবস্থানে। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তৃতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৮।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img