১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নিউজিল্যান্ডের নতুন বোলিং কোচ জ্যাকব

- Advertisement -

নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দলটির সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরাম। শেন জার্গেনসনের জায়গায় কিউইদের বোলিং প্রশিক্ষণের দায়িত্ব নিচ্ছেন ওরাম। ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ৪৬ বছর বয়সী এই কোচ বলেন, “আবারও ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। এই দলটা আমার কাছে অনেক কিছু, আমার জীবনের বড় একটা অংশ। তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের।” 

২০১৪ সালে কোচিং শুরু করা ওরাম ইতোমধ্যেই কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। গত বছর বাংলাদেশ টেস্ট সফর দিয়েই কিউইদের কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন এই অলরাউন্ডার। তারপর অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপেও ছিলেন দলটির সাথে। এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন ওরাম। ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও।

দায়িত্ব পাওয়ার পর নিউজিল্যান্ডের পেস বোলিং অ্যাটাক নিয়ে কাজ করবেন ওরাম। আগামী অক্টোবর নিউজিল্যান্ড-ভারতের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন সফর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img