পাকিস্তান এবং বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘোষণা করেছে বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং ভারতের সাথে টেস্ট ম্যাচের দলও। তিনটি সিরিজ এবং বিশ্বকাপের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপ দলে থাকা চারজন খেলোয়াড়কে পাকিস্তানে পাঠালেও, কেউই আসছে না বাংলাদেশে। বাংলাদেশ সফরে কিউইদের নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম।
Team News | The squads have been confirmed for the @T20WorldCup and white ball tours of Bangladesh and Pakistan. https://t.co/pb2FtmrVJN
— BLACKCAPS (@BLACKCAPS) August 9, 2021
বাংলাদেশে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি পাকিস্তানেও পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। বিশ্বকাপ শেষেই ভারতের সাথে টেস্ট ম্যাচ; চার মাসের লম্বা সূচি। পাশাপাশি আইপিএলের বাকি আসরে খেলবে অনেকেই। এজন্য খেলোয়াড়-কোচদের উপর চাপ কমাতে চারটি ভিন্ন দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন থাকছেননা কোনো সফরেই, তার জায়গায় দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্বটাও তাই টম ল্যাথামের কাঁধেই। বাংলাদেশ সফরে বিশ্বকাপ দলে থাকা কেউ না এলেও, পাকিস্তান সফরে থাকছেন মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, টড অ্যাস্টল এবং ইশ সোধি। টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর; পাকিস্তানে টি–টোয়েন্টি সিরিজ শুরু ১৭ সেপ্টেম্বর, ওয়ানডে সিরিজ ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশের মতো পাকিস্তান সফরেও নিউজিল্যান্ডের অধিনায়ক থাকবেন ল্যাথাম। দলে নতুন মুখ পেসার বেন সিয়ার্স আর কোল ম্যাককনকি। এই দুই সিরিজে কোচদেরও দেয়া হয়েছে বিশ্রাম। প্রধান কোচ গ্যারি স্টিভ ও ব্যাটিং কোচ লুক রনকি সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে যোগ দেবেন।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, অ্যাডাম মিলনে (১৬তম সদস্য)।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, এজাজ প্যাটেল, ইশ সোধি, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।