প্রায় দেড়দিন সফরের পর অবশেষে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। দুই টেস্টের সিরিজ শুরু হবে জানুয়ারীর ১ তারিখ থেকে। এর আগে সবার প্রথমে সাতদিনের কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের। কোয়ারেন্টাইনের পর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এদিকে দেশবাসীর কাছে ভিডিওবার্তায় দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
“আল্লাহর রহমতে ঢাকা থেকে নিউজিল্যান্ডে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিলো, এখন আমাদের রুম কোয়ারেন্টাইন স্টার্ট হবে, ৭ দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব কঠিন হবে তবুও দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি ও নিজের সেরাটা দিয়ে খেলতে পারি।”
(বিস্তারিত আসছে…)