এক বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় নিউজিল্যান্ডের মাটিতে পা রাখেন টাইগাররা।
সন্ত্রাসী হামলার কারণে ২ বছর আগে এই ক্রাইস্টচার্চ থেকে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে সৌভাগ্যক্রমে সে যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তামিম-মুশফিকরা।এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেয় টাইগাররা।২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু’দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ থেকে।