বয়সটা ২৭ পেরিয়েছে, দু একবার ইনজুরির কবলে পরলেও খেলে যাচ্ছেন দাঁপটের সাথেই। বলছিলাম পাকিস্তানের তারকা পেসার হাসান আলির কথা। বল হাতে দলের বেশ কিছু জয়ে রেখেছেন ভূমিকা, কিন্তু তাতেও খুশি নন হাসান; দলের জয়ে অবদান রাখতে চান ব্যাট হাতেও। হতে চান সত্যিকারের অলরাউন্ডার।
“আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। এজন্য আমি নেটে অতিরিক্ত সময়ও কাঁটাচ্ছি ব্যাট হাতে”- এক গণমাধ্যমকে বলছিলেন হাসান
প্রতিটা খেলোয়াড়েরই আইডল থাকে, যাদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের মতোই খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা কাজ করে মনে। হাসান আলিরও আইডল আছে, যারা প্রত্যেকেই পেসার হওয়ার পরও ব্যাট হাতে রেখেছেন ভূমিকা।
“আমি ওয়াসিম আকরাম, আব্দুর রাজ্জাক এবং আজহার মাহমুদের ভক্ত। তাদের মতোই দলের কঠিন সময়ে নিজের সেরাটা দিতে চাই”- বলছিলেন হাসান
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আছেন হাসান। শুধু বল হাতেই নন, দলের হয়ে অবদান রাখতে চান ব্যাটিংয়েও। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।
অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।