২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নিজের সাথেই লড়াইয়ে রুবেল

- Advertisement -

নয় মাস পেরিয়েছে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার। এমন না যে দলের বাইরে ছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে স্কোয়াডে থেকেও একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের। সময়ের সাথে সাথে তার জায়গায় নতুনরা এসেছে, শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা পারফর্মও করছেন দুর্দান্ত। তবুও জাতীয় দলে ফেরার স্বপ্নটা দেখেন রুবেল, কিন্তু ওদের সাথে লড়াই করে নয়। টাইগার পেসারের এবারের লড়াইটা নিজের সাথেই নিজের।

অলরাউন্ডারকে দেয়া সাক্ষাৎকারে রুবেল বলেছেন, “শুধুমাত্র ওদের সাথে না, আমার লড়াইটা আসলে আমার নিজের সাথেই। আমাকে ফিট হতে হবে, ভাল পারফর্ম করতে হবে। অনেকদিন পর ম্যাচ খেলতেছি, আগের জায়গায় ফিরে যেতে আমারও সময় লাগবে। আমি আসলে কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখি না, আমার লড়াইটা আমার সাথে।”

নিজের সাথে লড়েই রুবেল ফিরতে চান একাদশে

সেইসাথে রুবেল জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকায় বিসিএলে খেলার সাথে মানিয়ে নিতে বেশ কষ্টই হয়েছে, “আমি খেলার ভেতরে ছিলাম না। প্র্যাকটিসটাই বেশি করেছি। অনেকদিন পর ওয়ানডে খেললাম। প্রথম প্রথম কিছুটা অন্যরকম লেগেছিল, একটা দুইটা ম্যাচ পরে আমার কাছে কনফিডেন্সটা ফিরে পেয়েছি মনে হয়েছে।”

রুবেল তবুও ইতিবাচক, “প্র্যাকটিস সেশনগুলো খুবই সিরিয়াসলি এবং মনোযোগের সাথে আমাকে করতে হবে। ইনশাআল্লাহ ভাল কিছু হবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img