২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নীল আকাশে, সবুজ ঘাসে টাইগারদের প্রথম অনুশীলন

- Advertisement -

“গাছে গাছে পাখি ডাকে, কতো শোভা চারিপাশে

আহা কি আনন্দ আকাশে বাতাসে!”

ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থান করা বাংলাদেশ দলের প্রতিটি সদস্যের মনে হয়তো এখন এই গানটিই বাজছে। ১১ দিনের দুর্বিষহ রুম কোয়ারেন্টাইন কাটিয়ে বাংলাদেশ দল যে প্রথম খোলা আকাশের নীচে অনুশীলন করছে মঙ্গলবার।সোমবার সবাই করোনা নেগেটিভ হওয়ার পরই মিলেছে অনুশীলনের সুযোগ।

ক্রাইস্টচার্চের নীল আকাশে সবুজ ঘাসে ফুরফুরেই লাগছিলো গোটা দলকে। আপাতত দুদিন হালকা অনুশীলন চলবে। এরপর দল রওনা দেবে টাউরাঙ্গায়, যেখানকার মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এমনই বলেছেন হেডকোচ রাসেল ডমিঙ্গো এক ভিডিওবার্তায়।

“বাহিরে বের হতে পেরে খুব ভালো লাগছে। রুমে বন্দি ১১ দিন ছেলেদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো; কাজেই ওরাও আবার খোলা আকাশ, সূর্যের আলোর নিচে আসতে পেরে খুব ভালো বোধ করছে। আপাতত হালকা ব্যাটিং-বোলিং অনুশীলন চলবে দুদিন। প্রথম টেস্টের ছয়দিন আগে আমরা টাউরাঙ্গায় যাবো, সেখানে পুরোদমে প্রস্তুতি শুরু হবে। আশাকরি সবাই পুরোদমে পরিশ্রম করবে এবং ম্যাচ খেলার মতো প্রস্তুত হয়ে যাবে।”-রাসেল ডমিঙ্গো   

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img