৫ জানুয়ারি ২০২৫, রবিবার

নেপিয়ারে সৌম্যের ফিফটি, তবে আশরাফুলই শীর্ষে

- Advertisement -

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটি একসময় ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের সেই ইনিংসকে পরিবর্তীতে ছাড়িয়ে গেছেন অনেক ব্যাটসম্যান। প্রথম নামটা যুবরাজ সিং, ওভারে ছয় ছক্কার দিনে যুবরাজ ফিফটি করেছিলেন ১২ বলে। মঙ্গলবার নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার ফিফটি করেছেন ২৫ বলে।

২৫ বলে পঞ্চাশ, বাংলাদেশ ক্রিকেটে এমন সময়ে সৌমের এই ইনিংসে দুর্দান্ত বলাই যায়। সৌম্য চার মেরেছেন ৫টা, ছয় ৩টা। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪। এই ১০ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৩ উইকেট ৮১।

দিনের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে গড়পরতা শুরু হয়েছে নিউজিল্যান্ডের, উইকেট পড়েছে, বাংলাদেশ দলের সুযোগ নষ্টও হয়েছে। বৃষ্টির কারণে দুই দফায় বন্ধ হয়েছে খেলা। দ্বিতীয়বার যখন নিউজিল্যান্ড মাঠ ছাড়ে তখন তাদের রান ছিল  ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩। বৃষ্টি সময় নিয়েছে, ব্যাট হাতে নিউজিল্যান্ডের আর নামতে হয়নি। বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৪৮, এমনটাই ছিল হিসেব। তবে আবার বদল, নতুন হিসেবে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৭০।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img