বিশ্বকাপে দলের সেরা পারফর্মার ছিলেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের করে নিয়েছেন টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। চলমান লঙ্কান প্রিমিয়ার লিগেও আছেন দারুণ ছন্দে। সময়ের সাথে সাথে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা হাসারাঙ্গার মাঝে দেখতে পান মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথদের ছায়া। আর, তাতেই আপত্তি টি-টোয়েন্টিতে বিশ্বসেরা এই স্পিনারের।
“যখন আমি জাতীয় দলের হয়ে খেলি, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলি। একারণেই আমি সফল। আমি পরবর্তী মুরালিধরন বা পরবর্তী হেরাথ হতে চাই না। আমি চাই ‘প্রথম’ হাসারাঙ্গা হতে”- বলছিলেন হাসারাঙ্গা
সেইসাথে হাসারাঙ্গা নিতে চান তিন ব্যাটসম্যানের উইকেট। তারা কারা সেটাও বলেছেন লঙ্কান স্পিনার, “কোনো একদিন নিজের সবচেয়ে প্রিয় ক্রিকেটার ভিরাট কোহলির উইকেট পেতে চাই। সেইসাথে বাবর আজম এবং গ্লেন ম্যাক্সওয়েলেরও।”