১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

পাওয়ারপ্লেতে টাইগারদের উদ্দেশ্যহীন ব্যাটিং

- Advertisement -

শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লাথাম। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৬১ রান তোলে সফরকারীরা।  নিউজিল্যান্ড সিরিজে তো বটেই, অজিদের বিপক্ষে সিরিজেও এর আগে ১৫০ পেরোয়নি কোনো দল। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টম লাথাম; ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন।

ব্যাটিংয়ে ছন্দেই আছেন নাইম

টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে ১৬১ রানটাকে বিশেষ কিছু মনে না হলেও, মিরপুরের এই পিচে যে ১২০ রানও তাড়া করা কঠিন তা প্রমাণের প্রয়োজন নেই। শেষ নয়টি ম্যাচের দিকে একবার চোখ বুলালেই বুঝতে পারা যায় ১৬১ রানটা কত বড় স্কোর! ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাইম ইতিবাচক শুরু করলেও,  শুরুটা ভালো হয়নি লিটন দাসের। দারুণ এক ইনিংস খেলার আভাস দিলেও ১২ বলে ১০ রান করেই আজাজ প্যাটেলের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন টাইগার ওপেনার। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলা আজাজ প্যাটেল পাওয়ারপ্লেতে দুই ওভার বল করে দিয়েছেন মাত্র ৪ রান। ৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৩৫।

বিশ্বকাপে যাওয়ার আগে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে টাইগাররা

বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। পুরো সিরিজ জুড়েই খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা শুনিয়ে এসেছে আত্মবিশ্বাসের গল্প। তাই, নিজেদের শেষ ম্যাচটাকে জয়ে পরিণত করেই দেশ ছাড়তে চাইবে টাইগাররা এটা নিশ্চিতভাবেই বলা যায়। তাছাড়া, এই জয়ের ফলে র‌্যাংকিংয়ে হতে পারে টাইগারদের উন্নতি। সবমিলে আজকের জয়টা বাংলাদেশ দলের জন্য সত্যিকার অর্থেই জরুরী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img