১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পাকিস্তানকে একাই টানলেন রিজওয়ান; টাইগারদের প্রয়োজন ৩০ রান

- Advertisement -

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের কম রানে আটকে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০ রান।

১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১২ ও অধিনায়ক শান মাসুদ ৯ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামেন। শুরুতেই মাসুদকে প্যাভিলিয়নে ফেরান হাসান মাহমুদ। এদিন নিজের নামের পাশে আর মাত্র ৫ রান যোগ করতে পেরেছেন পাকিস্তান অধিনায়ক।

উইকেটে আসার পর শফিককে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বাবর আজম। দুজনেই খেলছিলেন দারুণ, তবে তাদের সেই জুটিতে বড় হতে দেননি নাহিদ রানা। বাবরকে বোল্ড করেন তরুণ এ গতি তারকা। উইকেটে আসা সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে পথ ধরান সাকিব।

উইকেটে থিতু হওয়া শফিককেও ফিরিয়েছেন সাকিব। প্যাভিলিয়নে ফেরার আগে ৮৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানি এ ওপেনার। রানের খাতা খুলতে পারেননি আগা সালমান। মিরাজের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

তবে পাকিস্তানকে একাই টেনেছেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ-সাকিবদের দেখেশুনে খেলেছেন তিনি। অপেক্ষা করেছেন বাংলাদেশি বোলারদের বাজে বলের, সেটি পেলেই মেরেছেন বাউন্ডারি। একবার রিজওয়ানের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে সফরকারীরা তাতে সফল হয়নি। শেষ পর্যন্ত ৮০ বলে ৫১ রান করে থামেন তিনি। রিজওয়ানকে বোল্ড করেন মিরাজ।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন মিরাজ। সাকিবের শিকার তিন উইকেট। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img