অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটার সাইম আইয়ুব ও পেসার খুররাম শাহজাদ। হঠাৎ খেলতে অস্বীকৃতি জানানোয় হারিস রউফকে স্কোয়াডে রাখা হয়নি। আগামী ডিসেম্বরের ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।
টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো আইয়ুব ডাক পেলেও ইতিমধ্যে পাকিস্তানের জার্সিতে আটটি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ খেলেছেন এ ওপেনার। ৪৬.৪৭ এভারেজে ১০৬৯ রান করেছেন তিনি। যেখানে কায়েদ-ই-আজম ট্রফিতে একটি সেঞ্চুরির পাশাপাশি আয়ুবের নামের পাশে ছিল ডাবল সেঞ্চুরি।
অন্যদিকে পেসার খুররামও আছেন দারুণ ছন্দে। ২০২৩-২৪ কায়েদ-ই-আজম ট্রফিতে ৩৬ উইকেট নিয়ে করে সর্বোচ্চ উইকেট শিকার বোলার তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের ফলস্বরুপ পাকিস্তান টেস্ট দলে ডাক পেলেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করা মীর হামজাকেও স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দলেও ছিলেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র টেস্ট স্কোয়াডে ফিরেছেন। ২০২২ সালে পাকিস্তানের জার্সিতে সবশেষ টেস্ট খেলেছিলেন আশরাফ। একই বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন ওয়াসিম। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নেই পেসার নাসিম শাহ।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।