৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

বিশ ওভার খেলতে পারল না ভারত

- Advertisement -

নিউ ইয়র্কে টস জেতা বড় অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজই কাজে লাগাল পাকিস্তান। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। মাঝে হাল ধরেছিলেন রিশাব পান্থ। তবে নাসিম-আমিরদের পেসে কুপোকাত ম্যান ইন ব্লুজ। পুরো বিশ ওভার খেলতে পারেনি ভারত। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে রোহিত শর্মার দল তুলেছে ১১৯ রান।

পাওয়ার-প্লেতেই রোহিত শর্মা আর বিরাট কোহলির উইকেট হারায় ভারত। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে ছিল বোলারদের দাপট। পরে সেই দাপট কিছুটা হলেও থামিয়েছিলেন পান্থ। তাকে সঙ্গ দিয়েছেন আক্সার প্যাটেল। আক্সার ১৮ বলে ২০ রান করে ফিরলে ভাঙ্গে তাদের ৩৯ রানের পার্টনারশিপ। ৩১ বলে ৪২ রান করে মোহাম্মদ আমিরের বলে আউট হন পান্থ।

সুরিয়াকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা; কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি। কিছু ব্যতিক্রম ছাড়া পুরো ম্যাচেই ফিল্ডিংয়ে নড়বড়ে ছিল পাকিস্তান।

৪ ওভারে ২১ রান খরচায় নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হারিস রৌফ। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। এছাড়া একটি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি এবং একটি ছিলো রান আউট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img