নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। দুই হাজার পনেরোর পর প্রথমবার বাংলাদফেশ সফরে আসবে পাকিস্তানিরা। প্রথমে তিন ফরম্যাটের সিরিজের কথা শোনা গেলেও পরে জানা গেছে শুধু টেস্ট আর টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মঙ্গলবার বিসিবি প্রকাশ করেছে এই সিরিজের পূর্নাঙ্গ সূচি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। তিন টি-টোয়েন্টির প্রথমটা হবে ১৯ নভেম্বর, মিরপুরে। সিরিজের বাঁকি দুই টি-টোয়েন্টি হবে ২০ এবং ২২ নভেম্বর। প্রথম ম্যাচের মতো পরের দুই ম্যাচও হবে মিরপুরে। শেরে বাংলা স্টেডিয়ামে সবগুলি ম্যাচই হবে দিবারাত্রির।
এই সিরিজেই টেস্ট খেলতে করোনাকালীন প্রথমবার ঢাকার বাইরে যাবে কোনো দল। দুই টেস্টের প্রথমটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নভেম্বরের ২৬ থেকে ৩০ তারিখ হবে প্রথম টেস্ট। প্রথম টেস্ট খেলে দুই দল আবার ফিরবে ঢাকায়। মিরপুরে সিরিজের শেষ টেস্ট শুরু হবে চার ডিসেম্বর থেকে। এই টেস্ট সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু করবে বাংলাদেশ।