১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের সেরা সাফল্য’

- Advertisement -

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারানোর পর সিরিজ জিততে দ্বিতীয় টেস্টে হার এড়ালেই হতো। হার এড়ানো কিংবা ড্র করেই সন্তুষ্ট থাকতে রাজি নয় নাজমুল হোসেন শান্তর দল। যেকোনো মূল্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বদ্ধ পরিকর ছিল টাইগাররা।

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে তাদের বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় বাংলাদেশের। সেটাও আবার পাকিস্তানের মাটিতেই। সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। আর বাংলাদেশের এই জয়টিকে টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য বলে মনে করছেন শাহরিয়ার নাফীস।

মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমকর্মীদের নাফীস বলেন, “কে কি বলুক জানিনা। তবে আমার কাছে মনে হয়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের সেরা সাফল্য”

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণ শক্তির ছিল না।

এদিক পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পরপরই ক্রিকেটারদের সাথে ফোনে কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img