আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে অনেকদিন ধরেই অনিয়মিত সাকিব আল হাসান বাবর আজমদের বিপক্ষে খেলবেন কি না তা নিয়ে ক্রিকেটাঙ্গনে রয়েছে আলোচনা। টাইগার অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি খেলে যদি সময় না পান তাহলে সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি। দুই/একদিন সময় পেলে ঢাকায় এসে করবেন অনুশীলন।
বুধবার গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, “সাকিবের সাথে কথা হয়েছে, সময় যদি না থাকে তাহলে সে দুবাই থেকে সরাসরি পাকিস্তানে যাবে। সময় যদি থাকে তাহলে ঢাকায় ফিরে দুই-একদিন অনুশীলন করে যাবে। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে”
বেশকিছুদিন আগে জানা গিয়েছিল টেস্টে আর খেলতে চান না তাসকিন আহমেদ। তবে গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় লাল বলে অনুশীলন করতে দেখা গেছে ঢাকা এক্সপ্রেসকে। তাতে করেই শুরু হয় আলোচনা, তবে কী আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তাসকিন।
টাইগার এ পেসারের বিষয়ে জালাল ইউনুস বলেন, “লাল বলের জন্য তাসকিনকে বিবেচনায় রেখেছে নির্বাচকরা। সিলেকশনের ব্যাপারটা যখন টিম দেবে তখন বুঝতে পারবেন”
ইনজুরির কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন ইবাদত হোসেন হোসেন চৌধুরী। টাইগার এ পেসারের চোটের সবশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন, “ইবাদত স্টিল রিকভারিং। তারসাথে আমাদের যোগাযোগ আছে। সত্তরভাগের মতো সে রিকভার করেছে। সে আশা করছে আগামী দুই মাসের মধ্যে আরও ইমপ্রুভ করবে”