নিয়মিত অধিনায়ক বাটলারের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড দলের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। পাকিস্তানী বংশদ্ভুত এই প্লেয়ারের জন্য দেশটির মাটিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ কিছু বলেই জানিয়েছেন তিনি।
“ এটা খুবই আনন্দদায়ক যে অনেক বছর পর এখানে খেলতে এসেছি এবং একই সময়ে ইংল্যান্ড দলের নেতৃত্বও পেয়েছি। আমি আগেও পাকিস্তানে ক্রিকেট খেলেছি কিন্তু প্রথমবারের মত ইংল্যান্ডের হয়ে এখানে খেলতে আসা দরুণ ব্যাপার। আশা করি, আমরা ভালো ক্রিকেট খেলব এবং দর্শকদের আনন্দ দিতে পারবো”-জানিয়েছেন মঈন
প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। ধীরে ধীরে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের এই সফর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সাহায্য করবে বলেও মনে করেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে সফর করছে ইংল্যান্ড দল। যেখানে সাতটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ইংলিশদের । মঙ্গলবার করাচিতে প্রথম টি-টোয়েন্টিতে মুখামুখি হবে দুই দল।