এবারের আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দিল্লি ক্যাপিটালসের অজি তারকা ডেভিড ওয়ার্নার। দিল্লির হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে করেছেন টানা তিন ফিফটি। বুধবার, পাঞ্জাব কিংসের ৩০ বলে অপরাজিত ৬০ রানের এক অনবদ্য ইনিংস তো খেলেছেনই বটে, সেইসাথে দলটির বিপক্ষে গড়েছেন এক মাইলফলক।
আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসেবে পাঞ্জাবের বিপক্ষে ১০০০ রান করার রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ার্নার দলটির বিপক্ষে ২২ ম্যাচ খেলে ১০০৫ রান করেছেন। মায়াঙ্ক আগরওয়ালের দলটির বিপক্ষে ১২তম হাফ-সেঞ্চুরি করে তিনি এই রেকর্ড গড়েন। ওয়ার্নারের সামনে অবশ্য আরও একটি মাইলফলক হাতছানি দিচ্ছে। আর মাত্র ২৪ রান করতে পারলেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ১০০০ রান পূর্ণ করবেন অজি তারকা।
তবে, আইপিলে কোনো দলের বিপক্ষে ১০০০ রান করা প্রথম এবং একমাত্র ক্রিকেটার নন ওয়ার্নার। কলকাতার বিপক্ষে একাই ১০১৮ রান করে এই তালিকায় সবার উপরে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। এই রান তুলতে তিনি কলকাতার বিপক্ষে এখন পর্যন্ত খেলেছেন ৩০টি ম্যাচ।