২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পান্থকে অধিনায়ক হিসেবে দেখতে চান গাভাস্কার

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পরেই ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন ভিরাট কোহলি। তার জায়গায় কাকে দেখা যাবে লাল বলের ক্রিকেটের নেতৃত্বে, তা নিয়ে আছে নানান জল্পনা-কল্পনা। অনেকের মতেই ভারতের হয়ে তিন ফরম্যাটেই দেখা যেতে পারে রোহিত শর্মাকে, কেউ কেউ টেস্টে সম্ভাবনা দেখছেন লোকেশ রাহুলেরও। তবে, ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার চান টেস্ট দলের দায়িত্ব দেয়া হোক উইকেটকিপার রিশভ পান্থকে।

“যদি আমাকে বলেন, তাহলে আমি এখনও এটাই বলে যাব যে, ভারতের পরবর্তী অধিনায়ক রিশভ পান্থের হওয়া উচিত”- বলছিলেন গাভাস্কার

ভারতীয় গ্রেট তার চাওয়ার পেছনে দিয়েছেন যুক্তিও, “যখন রিকি পন্টিং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরে দাড়াল, তখন রোহিতকে দেয়া হলো দায়িত্ব। এরপর থেকে ওর ব্যাটিংয়ে কি পরিবর্তনটাই না এসেছে একবার দেখুন! ৩০, ৪০, ৫০ রানের ইনিংসগুলোকে সে ১৫০, ২০০ তে পরিণত করতে শিখেছে। আমার মনে হয়, অধিনায়কের দায়িত্ব পান্থকে আরও বড় ইনিংস খেলতে সহযোগিতা করবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img