১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

প্রথমবারের মতো আইপিএল খেলবেন স্টার্লিং!

- Advertisement -

আইপিএলের মেগা নিলামের বাকি আর মাত্র দুইদিন। কোন ক্রিকেটার কোন দল পাবেন, তা নিয়ে আগ্রহের যেন শেষ নেই! আইপিএলের ‘প্লেয়ার্স ড্রাফটে’ জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং। বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ হলেও এখনো খেলা হয়নি আইপিএলে। চলমান পিএসএলেও স্টার্লিংয়ের পারফরম্যান্স আশা জাগানিয়া। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির মতে পল স্টার্লিং নাকি আইপিএলে দল পাওয়ার যোগ্য দাবিদার!

“সে অনেক অনেক টি-টোয়েন্টি খেলেছে, বিশ্বজুড়ে অনেকগুলো টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে এবং সেগুলোতে তাঁর রেকর্ডও অনেক ভালো। পল আইপিএলে দল পাওয়া ডিজার্ভ করে”-বলছিলেন বালবির্নি  

পিএসএলে দারুণ ছন্দে আছেন স্টার্লিং

২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পল স্টার্লিং। টি-টোয়েন্টিতে তাঁর রান ৬৭৬৯, বল হাতেও  আছে ৭৫ উইকেট। সাম্প্রতিক সময়ে পিএসএলে ‘ইসলামাবাদ ইউনাইটেডের’ হয়েও ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে আছেন স্টার্লিং। সতীর্থের এমন পারফরম্যান্সে আইপিএলেও স্টার্লিংয়ের খেলা দেখার আশায় বুক বাঁধছেন অ্যান্ড্রু বালবির্নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা গত সপ্তাহেও দেখেছি, সে পিএসএলে কেমন পারফর্ম করেছে। একজন আইরিশ অধিনায়ক এবংআইরিশ ক্রিকেটার হিসেবেও তাঁকে আইপিএলে দেখতে আমি মুখিয়ে আছি। আশা করি সে দল পাবে।”    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img