১০ জনের লেঁসের সাথে ১-১ গোলের ড্রই ছিলো যথেষ্ট, ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ফরাসি লিগের শিরোপা নিশ্চিত করেছেন প্যারিস সেইন্ট জার্মেই। পিএসজির একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি। এই নিয়ে শেষ ১০ বছর ফরাসি লিগের ৮টি ট্রফিই গেলো পিএসজির ঘরে।
🎉 “Champions my brother!“
The joy of the Parisians after the final whistle!
🔴 #𝗖𝗛𝗔𝗠𝗣𝟭𝟬𝗡𝗦 🔵 pic.twitter.com/Oe9w8jfM81
— Paris Saint-Germain (@PSG_English) April 23, 2022
পিএসজির অষ্টম শিরোপা ছাপিয়ে আলোচনায় দলটির সমর্থকদের আচরণ। ম্যাচ শেষে হবার মিনিট পনেরো আগে থেকেই স্টেডিয়াম ছাড়তে শুরু করে ভক্তরা আর খেলা শেষ হবার ১০ মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে যায় পার্ক দ্য প্রিন্সেসের গ্যালারি, যে কারণে শিরোপা জিতেও “ল্যাপ অফ অনার” দিতে পারেননি ফুটবলাররা। মূলত, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারের যন্ত্রনা ভুলতে পারেননি পিএসজি ভক্তরা তবে তাদের এমন আচরণ ফুটবলারদের অবাক করেছে, অনেকেই বিরক্তও হয়েছেন।
খেলা শেষ হবার পর ক্যানাল প্লাসে দেয়া সাক্ষাতকারে পিএসজি অধিনায়ক মার্কিনিওস বলেছেন, “পুরো ব্যাপারটাই লজ্জাজনক। ফুটবল আমাদের আবেগ আর এই কারণেই যত বেশি সম্ভব ভক্তদের পাশে চাই। আমরা সবসময়ই নিজেদের সর্ব্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরও দেখছি ভক্তরা পাশে নেই, তারপরও মেনে নিতেই হচ্ছে”
ভক্তদের কার্যকলাপে অবাক এবং বিরক্ত মিডফিল্ডার মার্কো ভেরাত্তি পুরো ব্যাপারটা নাকি বুঝতেই পারছেন না। তার সহজ কথা, “আমি আসলে তাদের (ভক্তদের) কার্যকলাপ বুঝতেই পারছি না। মাদ্রিদের সাথে হারের ব্যাপারটা আমি বুঝি কিন্তু কোন না কোন সময়ে আপনাকে সব ভুলে এগিয়ে যেতে হবে”

ফুটবলাররা যাই বলুক, তাতে পিএসজি সমর্থকদের মন কতোটা গলবে সেটা এক প্রশ্ন বটে!! এই যেমন লেঁসের বিপক্ষে ম্যাচটার কথাই ধরা যাক। জিততে থেকে ম্যাচটা ৮৮ মিনিটে গোল খেয়ে ড্র করাটাও হয়তো দর্শকদের ভাল লাগার কথা না বিশেষ করে বিপক্ষ যখন শেষ ৩৩ মিনিট খেলেছে দশজন নিয়ে। শুরুতেই গোল মিসের মহড়ায় নামা পিএসজিকে ৬৮ মিনিটে লিড দেন লিওনেল মেসি। বক্সের বাইরে বাঁ দিকে আর্কের কাছাকাছি জায়গা থেকে বাঁ-পায়ের ট্রেড মার্ক শটে দূরের পোস্টে গোল করে লিও। যা ছিলো এবারের ফরাসি লিগে ২২ ম্যাচে মেসির চতুর্থ গোল, সবরকম প্রতিযোগিতা মিলে ৩০ ম্যাচে নবম; যা মেসির জন্য অবশ্যই ভাল কোন সংখ্যা নয়। এটাই ছিলো প্যারিস সেইন্ট জার্মেই জার্সিতে মেসির প্রথম লিগ শিরোপা। সবমিলে তার নামের পাশে এখন ৩৬টি ক্লাব শিরোপা যে রেকর্ড বর্তমানে বিশ্ব ফুটবলে আর কারও নেই।
Sensational goal from Messi that should clinch the title for @PSG_English 👏🏻👏🏻 https://t.co/0hrP5ILdGo
— Gary Lineker 💙💛 (@GaryLineker) April 23, 2022
এমন রেকর্ডগড়া রাতেও জয় বঞ্চিত হয়েছেন মেসিরা। ম্যাচের দুই মিনিট বাকি থাকতে লেঁসের করেতিঁ জ্যঁর গোলে সমতা ফেরে খেলায়। ওই ড্র পিএসজির জন্য অনেকটাই হারের মতো কেননা ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লেঁসের অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ডানসো।