১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

পিএসজির স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ে ফাইনালে ম্যানসিটি

- Advertisement -

ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ২-১ গোলের জয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এক পা আগেই দিয়ে রেখেছিলো পেপ গার্দিওলার দল।

ফিরতি লেগে ঘরের মাঠে ফরাসিদের জয় ঠেকাতে পারলেই স্বপ্ন পূরণ হবে সিটিজেনদের। এবার ইতিহাদে শুধু পিএসজির জয় ঠেকায়নি স্বাগতিকরা, প্যারিসের ক্লাবটিকে আরও একবার হারিয়ে ইতিহাসের প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ফাইনাল খেলার নিজেদের আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয় ম্যানচেস্টারের ক্লাবটির।

মঙ্গলবার রাতে বরফ ঢাকা মাঠে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। জোড়া গোল করে সিটিজেনদের জয় নিশ্চিত করেন আলজেরিয়ান উইংগার রিয়াদ মাহরেজ। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের এগিয়ে থেকেই নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের। নেইমারদের স্বপ্ন ভাঙে আবারো।

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষে সাত ম্যাচই জয় পেল ম্যানচেস্টার সিটি, ইউরোপ সেরার আসরে আর কোন ইংলিশ ক্লাব এক মৌসুমে সিটিজেনদের চেয়ে বেশি টানা এত ম্যাচ জয় পায়নি। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে সবমিলিয়ে ৪২তম ক্লাব হিসেবে ফাইনাল খেলবে সিটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img