কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেশটির সাবেক পেসার ওয়াকার ইউনুস। নতুন দায়িত্ব এক মাসও থাকছেন না তিনি। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, উপদেষ্টার পদ থেকে সরে যেতে পারেন সাবেক এ পেসার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ওয়াকারকে নিয়োগ দিয়েছিল পিসিবি। সাবেক এ পেসার সরে যাওয়ায় এই পদের জন্য নতুন কাউকে চিন্তা করছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন পদে কাজ শুরু করার আগে পিসিবি প্রেসিডেন মহসিন নাকভির সাথে দেখা করেছিলেন ওয়াকার। তবে দায়িত্ব পাওয়ার পর নিয়মিত কাজ করেননি পাকিস্তানের সাবেক এ পেসার।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশে চার পেসার খেলানোয় অনেকেই ওয়াকারের সমালোচনা করেছিলেন। তবে সাবেক এ পেসারের সরে যাওয়ার পেছনে টাইগারদের বিপক্ষে পাকিস্তানের টেস্ট হারের কোনো সম্পর্ক নেই। ধারনা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য কোনো দলের হয়ে কাজ করতে পারেন ওয়াকার।
এদিকে পাকিস্তানের ঘরের মাটিতে বাবর আজম-শান মাসুদদের ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এটি টেস্টে দলটির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এর আগে পাকিস্তানের সাথে কখনো ড্র করতে পারেনি বাংলাদেশ।
আগামী ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের মুখোমুখি হবে পাকিস্তান।