২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পুরোপুরি সন্তুষ্ট নন নাসুম

- Advertisement -

প্রথম টি-টোয়েন্টিতে নাসুম আহমেদ বাংলাদেশের বোলিংয়ে ছিলেন একমাত্র স্বস্তির জায়গা। অভিষেকে বল হাতে ইনিংসের শুরু করেছেন, চার ওভার বল করে ত্রিশ রান দিয়ে দুই উইকেট। তবুও তুষ্ট হতে পারছেন না নাসুম আহমেদ। দল হেরেছে, নাসুমও ভাবছেন আরেকটু ভালো হয়তো করাই যেত।

‘৪ ওভারে ৩০ রান দিয়েছি। এখানে ৪ ওভারে যদি ২২ বা ২৫ রান হতো, তাহলে মনে করতাম সফল। সফল আমি মনে করছি না‘

নিজের বোলিংয়ে যতটুকু আক্ষেপ তারচেয়েও হয়তো বেশি ফিন্ডিংয়ে। ফিল্ডিং ঠিকঠাক হলে নিউজিল্যান্ডকে আরও কমে আটাকনো যেত বলে মনে করেন নাসুম।

‘আমার কাছে মনে হয়েছে, ওটা একটা ক্যাচ। ওই সময় কনওয়ের রান ৪৭ ছিল। এরপর সে শেষ করেছে ৯২ রানে। ওই ক্যাচটা হলে হয়তো আরও ২০টা রান কম থাকত। ওই জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি‘

ম্যাকলিন পার্কে বাংলাদেশের আছে ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা, এখন পর্যন্ত এই মাঠে হওয়া ৩ ম্যাচে ২৬ ওভার হাত  ঘুরিয়ে ৮ উইকেট নিয়েছেন স্পিনাররা, ইকোনমি ৮  দশমিক ৮০। পরিসংখ্যান যাই বলুক, ম্যাকহিন পার্কে বাংলাদেশের জিতিতে হলে, ব্যাবধান গড়তে হলে ভূমিকা রাখতে হবে নাসুম আহমেদদের, সেটা বলাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img