১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পেসারদের দুর্দশা, স্পিনারদের দাপট; ব্যাকফুটে শ্রীলঙ্কা!

- Advertisement -

নিজের তৃতীয় ওভারে বল করতে এসে হাসান মাহমুদ যখন ১৯ রান দিলেন, তখন শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ১৪ ওভার শেষে বিনা উইকেটে ১০৩। ৩০০ রান তো পেরোবেই, কেউ কেউ ততোক্ষণে ৪০০ রানের পাহাড় গড়বে শ্রীলঙ্কা এমন কথাও ভাবতে শুরু করেছে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সাথে দুর্দান্ত শুরু; লঙ্কানরা বড় রান করবে সেটাই প্রত্যাশিত।

কিন্তু হাসানের ঐ ওভারের পর থেকেই যে ম্যাচের গল্পটা কিছুটা বদলাতে শুরু করবে সেটা কে জানতো! নাসুম এসে প্যাভিলিয়নে ফেরালেন কুশল মেন্ডিসকে, শেখ মাহেদি নিজের প্রথম ওভারেই তুলে নিলেন সাদিরা সামারাবিক্রমরার উইকেট! উইকেটের পেছন থেকে মুশফিকের কথাও এরপর বাড়তে শুরু করেছে, দুজনের জুটিটা কতটা দারুণ হচ্ছে তা বলে ফেললেন অনায়াসে, “দারুণ জুটি, খুব দারুণ। খুব ভালো হচ্ছে, আর কয়েকটা এমন ওভার দরকার ভাই।”

নাসুম যখন প্রথম উইকেটটা পেলেন, এরপরের ২০ বলে কোনো বাউন্ডারি খায়নি বাংলাদেশ। নাসুম-মাহেদি জুটি মিলে ঐ ২০ বলে দিয়েছেন মাত্র ৮ রান। বিপত্তটা বাধলো ১৯তম ওভারে, নাসুম ঐ ওভারে দিয়েছেন ১৪ রান। তাতে কি? পরের ওভারে এসে ঠিকই সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠা পাথুম নিশাঙ্কাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শেখ মাহেদি।

এই প্রতিবেদন লেখার সময়ে ম্যাচের চলছে ২৫তম ওভার, নাসুম-মাহেদি জুটি বদলে বোলিংয়ে মিরাজ-মাহেদি জুটি। শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৪৮ রান, শেষ ২৫ ওভারে আর কত?

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img