২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি

- Advertisement -

সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে চেলসি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোর কাছে ১-০ গোলে হেরেও সেমির টিকিট পায় দ্যা ব্লুজরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়। প্রথম লেগে চেলসি জিতেছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে চেলসির জয় ২-১ ব্যবধানে। সেমিতে চেলসি লড়বে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের বিপক্ষে।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও গোলের দেখা পায়নি দুই দল। তবে অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়  পোর্তো, সতীর্থের ক্রসে ওভারহেড কিকে অসাধারন গোল করে মেহদি তেরেমি। জয় নিয়ে মাঠ ছেড়েও লাভ হয়নি পোর্তোর।

চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টমাস টুখেল। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হারল দলটি। আগামী শনিবার এফএ কাপের সেমি-ফাইনালে ব্লুজরা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img