১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

প্যাট কামিন্স অধিনায়ক, সহ অধিনায়ক ‘স্মিথ’

- Advertisement -

অস্ট্রেলিয়া টেস্ট দলের ৪৭তম ক্রিকেটার হিসেবে অধিনায়কের দায়িত্ব পেলেন প্যাট কামিন্স। সেইসাথে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়ক হয়ে উচ্ছ্বসিত কামিন্স জানিয়েছেন পেইনের মতোই দলকে আগলে রাখতে প্রস্তুত তিনি।

“অ্যাশেজের পূর্বে অধিনায়কের দায়িত্ব পাওয়াটা আমার জন্য বিরাট সম্মানের। আমার বিশ্বাস, গত কয়েক বছরে টিম (পেইন) যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে, আমিও সেভাবেই দিয়ে যেতে পারবো”- বলছিলেন অজি টেস্ট দলের নতুন অধিনায়ক

বল টেম্পারিং কেলেঙ্কারির পর এবারেই প্রথম লিডারশীপ গ্রুপে জায়গা পেলেন স্মিথ, করতে চান কামিন্সকে সহযোগিতা, “অজি টেস্ট দলের লিডারশীপ গ্রুপে বার ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। যে কোনো উপায়েই প্যাটকে সহযোগিতা করতে চাই।”

জাতীয় দলের অধিনায়ক পাওয়া কামিন্স গত মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়ানডে ফরম্যাটে চারটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। প্রফেশনাল লেভেলে এর বাইরে অধিনায়কের ভূমিকা পালনের অভিজ্ঞতা নেই এই পেসারের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img