২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

প্রতিপক্ষের চেয়েও কাতারের গরম বেশি চিন্তার!

- Advertisement -

নিঃসন্দেহে বলা যায়, বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে আকর্ষনীয় আসর বিশ্বকাপ ফুটবল। চার বছর অন্তর অন্তর মাঠে গড়ায় সেরাদের সেরা হওয়ার লড়াই, ফুটবলে বুদ হয়ে রয় গোটা দুনিয়ার মানুষ। জমজমাট ঐ মহারণে বাংলাদেশ ফুটবল দলের সুযোগ নাই, ফুটবল ওয়ার্ল্ড কাপ বাংলাদেশিদের জন্য দূরের স্বপ্ন।

বিশ্বকাপ খেলা হচ্ছেনা, তবুও তেমন আবহে সময়টা ঠিকই উপভোগ করছে বাংলাদেশ দল। বছর ঢেড়েক পর কাতারে বসছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ঐ টুর্নামেন্টের বাছাই ম্যাচ খেলতে এখন কাতারেই আছেন জামাল ভূঁইয়ারা। করোনা নেগেটিভ সনদ মেলায় অনুশীলনও শুরু করেছে জেমি ডে’র শীষ্যরা।

ছবিঃ বাফুফে
প্রতিপক্ষকে চমকে দেয়ার পথ খুঁজছেন জেমি ডে! ছবিঃ বাফুফে

করোনার কারণে বাছাই পর্বের তিনটা হোম ম্যাচ চলে গেছে কাতারে। ৩ জুন দোহায় বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। একই শহরে ৭ তারিখ ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ। ১৫ জুন ওমানের সাথে শেষ ম্যাচ।

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে এখন পর্যন্ত ৫ ম্যাচে কেবল এক পয়েন্ট বাংলাদেশের। দুই হাজার উনিশে ভারতের মাটিতে সাদউদ্দিনের গোলে ড্র’য়ের কীর্তি গড়ে লাল সবুজের প্রতিনিধিরা। গেলো ডিসেম্বরে দোহাতে কাতারের বিপক্ষেই পাঁচ গোলে হারার দুঃখস্মৃতি আছে বাংলাদেশের।

গোলকিপার জিকো এবার বেশ সিরিয়াস! ছবিঃ বাফুফে

এবার কি কাতার থেকে পজিটিভ ফল আসবে? প্রতিপক্ষের তূলনায় বাংলাদেশের প্রস্তুতি যুতসই নয়। এর মধ্যে আরব দেশের গরমে বাড়তি দুশ্চিন্তায় ফুটবলাররা। দেশ ছাড়ার আগে শেখ জামাল ডিসি’র বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img