বিপিএলে তারুণ্যনির্ভর দল হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একের পর এক চমক দিয়ে উঠে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ফাইনালে ওঠার পথে তাদের একমাত্র বাধা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের সাফল্যের অন্যতম কারিগর স্পিনার নাসুম আহমেদ পুরো টুর্নামেন্ট জুড়েই বল হাতে দিয়েছেন আস্থার প্রতিদান। পাওয়ারপ্লেতে তাঁর ‘কিপটে’ বোলিং বিপক্ষ দলের জন্য হয়েছে অস্বস্তির কারণ। তবে, এতেই সন্তুষ্ট হচ্ছেন না এই ক্রিকেটার। ফাইনালে দলকে জিতিয়ে তবেই নিজের প্রত্যাশা মেটাতে চান তিনি। আসন্ন আফগানিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে ‘ওয়ানডে অভিষেক’ ঘটলে সেখানও ভালো খেলার স্বপ্ন দেখছেন নাসুম।
“প্রত্যাশা এখনো মেটেনি, ফাইনাল অব্দি যেতে হবে। আরো একটা ম্যাচ বাকি আছে। ইনশাআল্লাহ্, আমরা ফাইনালে যাব এবং ভালো কিছু করে নিজের প্রত্যাশা মেটানোর চেষ্টা করব”- এক ভিডিওবার্তায় নাসুম
বিপিএলে ১০ ম্যাচে খেলে ৬ এর কম ইকোনমিতে নাসুম বল হাতে নিয়েছেন ১১ উইকেট, পাওয়ারপ্লের পারফরম্যান্সটাও নজরকাড়া। দলকে সাফল্য এনে দিতে পেরে দারুণ উজ্জীবিত এই বোলার জানান,“আলহামদুলিল্লাহ্, ভালো একটা সিজন যাচ্ছে। দুর্দান্ত সময় যাচ্ছে কিনা তা জানি না, তবে খেলা উপভোগ করছি। পাওয়ারপ্লেতে বল করছি, দলের জন্য ভালো শুরু এনে দিতে পারছি; যেটা সবসময়ই আমার প্রথম টার্গেট। সেজন্য আমার ভালো লাগছে।”
ভালো খেলার পুরস্কারস্বরূপ প্রথমবারের মতো আসন্ন আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন,“ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছি। যদি দলে সুযোগ পাই, ভালো কিছু করার চেষ্টা করব।”