২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

প্রথম টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

- Advertisement -

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসের অনুপস্থিতিতে এবং ব্র্যান্ডন টেইলরের বিশ্রামে টি-টোয়েন্টি সিরিজে ক্যাপ্টেন্সি করবেন সিকান্দার রাজা।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও টস ভাগ্যে এগিয়ে আছে জিম্বাবিয়ানরাই। ড়েইলরের বিশ্রামে অধিনায়কের দায়িত্ব পাওয়া সিকাদার রাজা এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি। শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে বড় রান তোলাই টি-টোয়েন্টিতে আগে ব্যাট করার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারনা করা যায়। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্পিনার ওয়েলিংটন মাসাকদজা।

বাংলাদেশ দলেও রয়েছে একাধিক পরিবর্তন। শেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিঠুন। টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ, সৌম্য সরকার এবং শেখ মাহেদী হাসান। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img