২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে উন্মুক্ত

- Advertisement -

১৯ বছর বয়সে অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপ জয়, ২৮ বছর বয়সে ক্রিকেট থেকেই অবসর! উন্মুক্ত চাঁদ যেনো ভারতীয় ক্রিকেটের ভীষণ জটিল এক রহস্য। জাতীয় দলে নিজের ভবিষ্যত দেখতে পাচ্ছিলেন না ভেবেই পাড়ি জমান আমেরিকায়, লিগ খেলার সন্ধানে। সেখানে গিয়েই যেনো উন্মুক্তের সামনে ধরা দেয় নতুন এক পথ। যেই পথ দিয়ে হেঁটে আজ উন্মুক্ত বিগ ব্যাশের মাঠে, মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে।

দলে সুযোগ পেয়েছিলেন আগেই, শুধু একাদশেই পাচ্ছিলেন না জায়গা। আক্ষেপ করে টুইট করেছিলেন, “মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি। ধন্যবাদ রেনেগেডস।”

অবশেষে সেই আক্ষেপটাও দূর হয়েছে, হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে একাদশে পেয়েছেন সুযোগ। ফিল্ডিংয়ে কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই, ব্যাট হাতে চেষ্টা করলেও পারেননি দুর্দান্ত কিছু করতে। ৮ বল খেলে করেছেন ৬ রান, সনদীপ লামিচানেকে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন ক্যালেব জিওয়েলের হাতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img