রবিবার ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন। বলাই যায়, অধিনায়ক রাকিবুল হাসানের দলকে প্রথম ম্যাচেই দিতে হবে বড় পরীক্ষা। তবে, তাতে মোটেও ঘাবড়ে যাচ্ছেন না রাকিবুল। শিরোপা ধরে রাখতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই ধাপে ধাপে এগোতে চান তিনি।
“আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যদি আমাদের শতভাগ দিয়ে খেলতে পারি,তাহলে আশা করি ভালো কিছুই হবে”- বলছিলেন রাকিবুল
করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে রাকিবুল জানালেন প্রস্তুতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলার যুবারা, “এখানে আমরা দু’টো প্রস্তুতি ম্যাচ খেলেছি। সুতরাং, এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে। আমরা সবাই সুস্থ আছি। আশা করি এখানে খেলতে কোনো সমস্যা হবে না আমাদের। ভালো প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো।”
নিঃসন্দেহেই শিরোপা ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে এরপর কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচ জিতে গ্রুপ পর্বের বাঁধা পেরোতে চান বাংলার যুবাদলের অধিনায়ক, “প্রথমে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় ফোকাস করছি। তারপর আরও দু’টো ম্যাচ আছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই।”