সময়টা এতটাই ভালো যাচ্ছে, প্রথমে ব্যাট করতে হোক কিংবা বোলিং, সাকিব আল হাসানের দলের কোনোটাতেই নেই আপত্তি। লক্ষ্য আগে থেকেই চূড়ান্ত, খেলতে হবে আক্রমণাত্মক ক্রিকেট, প্রতিপক্ষ দলের ওপর দেখাতে হবে দাপট।
টস করতে আসার আগে থেকেই তাই নির্ভার টিম টাইগার। আনুষ্ঠানিকতার টসে অবশ্য জয় আসেনি, আয়ারল্যান্ড টসে জিতে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সাকিব আল হাসান সময় না নিয়েই জানিয়ে দিয়েছেন বড় রান স্কোরবোর্ডে যোগ করাই তার দলের প্রধান লক্ষ্য। সেইসাথে টাইগার ক্যাপ্টেন জানিয়েছেন একাদশের কথাও। রনি তালুকদারের ইনজুরির কারণে একাদশে পরিবর্তনের গুঞ্জন ছিল, তবে সাকিব নিশ্চিত করেছেন প্রথম ম্যাচের এগারোজনই নামছেন দ্বিতীয় ম্যাচেও।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাশ, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।